সর্বশেষ অনুষ্ঠিত তিন সিটি নির্বাচনেও নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছে: সুজন

|

সর্বশেষ অনুষ্ঠিত তিন সিটি করপোরেশন নির্বাচনেও নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন সুশাসনের জন্য নাগরিক, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি দাবি করেন, আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করতে হলে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালি ভুমিকা পালন করতে হবে।

সকালে রিপোটার্স ইউনিটি মিলনায়তনে সুজন আয়োজিত সংবাদ সম্মেলনে বদিউল আলম দাবি করেন, গত পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে বিরোধী প্রার্থীর সমর্থকদের ওপর গ্রেফতার চালিয়েছে পুলিশ আর সরকার সমর্থকরা ভোট কারচুপি করেছে।

সিলেটে কারচুপি করেও সরকার দলীয় প্রার্থী জিততে পারেননি বলেও দাবি সুজন সম্পাদকের। তিনি জানান, বরিশালে নির্বাচন নিয়ে কমিশন তথ্য প্রকাশ না করায় ওই নির্বাচন নিয়ে বিশ্লেষণ করা যায়নি।

সব দলের মতামত ছাড়া ইভিএম চাপিয়ে দেয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন বদিউল আলম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply