পানি কমলেও অন্তত ২৮ হাজার মানুষ পানিবন্দি ফেনীতে

|

স্টাফ করেসপনডেন্ট, ফেনী:

ফেনীর মুহুরী নদীর তিনটি স্থানে ভাঙনের ফলে এখনও ১৩টি গ্রামের ২৮ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় আছে। বন্যার কারণে বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফেনী পরশুরাম সড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি।

এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহারিয়ার জানান, এই মুহূর্তে মুহুরী নদীর পানি বিপদসীমার ২১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাঙ্গা তিনটি স্থানের পরিমাপ চলছে। পরিমাপ শেষে ঠিকাদার নিয়োগ করা হবে। খুব অল্প সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি।

এ নিয়ে ফুলগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া জানান, ফুলগাজীর ১১টি গ্রাম থেকে পানি কমে এখন ৮টি প্লাবিত। এখনও তিন হাজার মানুষ পানিবন্দি। বন্যার্ত ১১০০ মানুষকে শুকনো খাবারের প্যাকেট ও চার টন চাল বিতরণ করা হয়েছে।

পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম জানান, পরশুরামের তিনটি গ্রাম ও পৌরসভার দুটি ওয়ার্ড প্লাবিত। এখনও অন্তত ২৫ হাজার মানুষ পানিবন্দি। এই উপজেলার বন্যার্ত সাড়ে ৫০০ মানুষকে শুকনো খাবার ও দুই টন চাল বিতরণ করা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply