হামলার আশঙ্কায় ২ শহর ও ৩৫টি গ্রাম রাতারাতি খালি করার নির্দেশ ইউক্রেনে

|

রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচতে কুপিয়ানস্কের দুটি শহর এবং ৩৫টি গ্রাম বাধ্যতামূলকভাবে খালি করার নির্দেশ দিয়েছে ইউক্রেনীয় প্রশাসন। এরই মধ্যে এসব অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার জন্য বলা হয়েছে। খবর আল জাজিরার।

এ সংক্রান্ত এক বিবৃতিতে জানানো হয়, রুশ বহরের হামলার পরিধি বৃদ্ধি পাওয়ার কারণে এ নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবারও (১০ আগস্ট) গোলার আঘাতে প্রাণ হারিয়েছেন এক নারী। আহত হয়েছেন তার পরিবারের সদস্যরাও। তাদের বাড়ির ওপর গোলাবর্ষণও করা হয়। এরপরই মূলত অধিবাসীদের প্রাণ বাঁচাতে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, একইদিন জাপোরিঝিয়া শহরের একটি বহুতল হোটেল লক্ষ্য করে ছোঁড়া হয় মিসাইল। তাতে প্রাণ হারান একজন। আহত হন কমপক্ষে ৯ বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার ভয়াবহতায় পুড়ে গেছে হোটেলের নিচে থাকা যানবাহন। গত বছর ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর পরই শহরটির পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির নিয়ন্ত্রণ ঘিরে চলছে হামলা-পাল্টা হামলা। সম্প্রতি ড্রোন ও মিসাইল হামলায় সংঘর্ষ আরও জোরালো আকার ধারণ করেছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply