পঞ্চগড়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

|

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে তাসমিরা আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী শাহীন ইসলামকে গ্রেফতার করা হয়েছে। নিহত গৃহবধূ তাসমিরা একই এলাকার জয়নালের ছেলে শাহীন ইসলামের স্ত্রী। তিনি নীলফামারী জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জের মুছার মেয়ে।

শুক্রবার (১১ আগস্ট) সকালে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের গাজকাটি এলাকায় শয়নঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ নিহতের শরীরে আঘাতের চিহ্ন পেয়ে প্রাথমিক সুরতহাল শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহীনের সাথে তাসমিরার বিয়ে হয়েছে প্রায় ৭ বছর আগে। তাদের সংসারে দুই বছর ও ছয় মাস বয়সের দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য লেগে থাকতো। তাসমিরাকে বিভিন্ন সময় মারধর করা হতো বলেও জানা গেছে। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সালিশ হলেও নির্যাতনের মাত্রা কমেনি।

এর মধ্যে বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে তাসমিরার স্বামী মারধর করে। পরদিন শুক্রবার সকালেও তাকে মারধর করা হয়েছে বলে জানান তার পরিবার। পরিবারের দাবি, তাসমিরাকে নির্যাতন করে হত্যার পর দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তার শরীরে একাধিক জায়গায় মারধরের চিহ্নও রয়েছে।

এ নিয়ে দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) রঞ্জু আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্বামী শাহীন ইসলামকে এরই আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply