২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার: অর্থমন্ত্রী

|

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফাইল ছবি।

আগামী ২৭ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর আগামী ২০ দিনের মধ্যে গঠন করা হতে পারে নির্বাচনকালীন সরকার, জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার বিকেলে সচিবালয়ে সিলেট সিটি নির্বাচনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সাথে এক সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। জানান, নির্বাচন কমিশন ২৭ ডিসেম্বর নির্বাচনের দিন ধার্য করেছে। তবে, কমিশন থেকে তফসিল ঘোষণা করা হয়নি যেহেতু তারিখটি এখনো চূড়ান্ত নয়।

তবে, আগামী ২০ দিনের মধ্যে সীমিত আকারে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। সংসদে অংশীদারিত্ব থাকা দলগুলোর প্রতিনিধিত্ব নির্বাচনকালীন সরকারে থাকবে। বিএনপি সংসদে না থাকায় তাদের অংশ নেয়ার সুযোগ নেই বলেও জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply