পাকিস্তানের অন্তর্বর্তী সরকার প্রধানের নাম ঘোষণা করা হতে পারে আজ শনিবার (১২ আগস্ট)। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খবর ডনের।
ইসলামাবাদে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান শাহবাহ শরিফ। তিনি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে জোটের শরিকদের সমর্থন আদায় করা হচ্ছে। সংবিধান অনুসারে পার্লামেন্ট বিলোপের পর ৮ দিন পর্যন্ত অন্তর্বর্তী সরকার গঠনে সময় পাওয়া যায়।
জানা গেছে, প্রধানমন্ত্রী হওয়ার সংক্ষিপ্ত তালিকায় রয়েছে ৬ জনের নাম। যার মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক এক বিচারপতি। দেশটির সংবিধান অনুযায়ী, অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব পালন করতে পারেন শাহবাজ শরিফও। অনেকেই বলছেন, ১৪ আগস্ট স্বাধীনতা দিবসে দায়িত্ব হস্তান্তর হতে পারে।
নিয়ম অনুযায়ী, পার্লামেন্ট বিলোপের ৩ মাসের মধ্যে নির্বাচন হতে হবে। বিরোধী নেতা ইমরান খানকে কারাবন্দি রেখেই দেশটিতে ভোটের তোড়জোড় চলছে।
এসজেড/
Leave a reply