নাইজেরিয়ায় জুমা নামাজ চলাকালে মসজিদের ছাদ ধসে নিহত ৭, আহত অন্তত ২৩

|

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় জারিয়া শহরে জুমার নামাজ চলাকালে মসজিদের ছাদ ধসে ৭ মুসল্লির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন কমপক্ষে ২৩ জন। খবর আল জাজিরার।

প্রশাসন জানিয়েছে, শুক্রবার (১১ আগস্ট) জুমার নামাজ আদায়ের জন্য কেন্দ্রীয় মসজিদে জড়ো হন কয়েকশ’ মানুষ। এ সময় হঠাৎ ছাদের মূল অংশ ধসে পড়ে।

এতে ঘটনাস্থলেই নিহত হন ৪ জন। পরে তল্লাশি অভিযান চলাকালে আরও তিন মুসল্লির দেহাবশেষ খুঁজে পান স্বেচ্ছাসেবীরা। জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

১৮৩০ সালে নির্মিত হয় মসজিদটি। তবে হঠাৎ কেনো এর ছাদ ধসে পড়লো, তার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন গভর্নর। ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাসও দেয়া হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply