শখের বসে অনেকেই পুকুর, নদী কিংবা সাগরে বড়শি দিয়ে মাছ ধরেন। দিন শেষে যা পান, তাই নিয়ে খুশি থাকার চেষ্টা করেন। তবে এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘটেছে এক বিরল ঘটনা। মাছ ধরার বড়শিতে উঠেছে কোটি টাকার কোকেইন। খবর সিএনএন’র।
৩ জুলাই (রোববার) সপরিবারে সমুদ্র দর্শনে গিয়েছিলেন ফ্লোরিডার টামপা শহরের মেয়র জেন ক্যাস্টর। নৌকাভ্রমণের এক পর্যায়ে মাছ ধরার শখ জাগে তার। তবে সেখানে তিনি মাছ নয়, পেয়েছেন ১২ কোটি টাকার কোকেনের প্যাকেট।
মেয়র জেন ক্যাস্টর সাগরে ছিপ ফেলার একপর্যায়ে আটলান্টিকের পানিতে কিছু একটা দেখতে পান। তিনি ভেবেছিলেন, হয়তো সমুদ্রে থাকা কাঠের টুকরার নিচে ছোট ছোট মাছের ঝাঁক। কৌতূহলের বশে তারা নৌকা নিয়ে সেদিকে এগিয়ে যান।
জেন ক্যাস্টর বলেন, আমরা যখন একেবারে কাছে পৌঁছে যাই। তখন মনে হলো, এটি কিছু একটার প্যাকেট।
তিনি জানান, শুরু থেকেই তার সন্দেহ হচ্ছিল। কারণ, তিন দশকের বেশি সময় তিনি টামপা পুলিশে কাজ করেছেন। এর মধ্যে ছয় বছর পুলিশপ্রধান ছিলেন। অভিজ্ঞতার কারণে তিনি নিশ্চিত হয়েছিলেন, এটি কোকেনের প্যাকেট।
৩২ কেজি ওজনের কোকেনের প্যাকেটটি শক্ত করে বেঁধে রাখা হয়েছিল। যার বাজারমূল্য প্রায় ১১ লাখ ডলার (বাংলাদেশি প্রায় ১২ কোটি টাকা)।
এটিএম/
Leave a reply