Site icon Jamuna Television

আওয়ামী লীগ বিএনপিকে বন্ধু ভাবলেও তারা শত্রু ভাবে: কাদের

বিএনপির সাথে সহাবস্থানের কোনো রাস্তা খোলা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, আওয়ামী লীগ বিএনপিকে বন্ধু ভাবলেও তারা শত্রু ভাবে।

শনিবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড জিয়াউর রহমান এবং ২১ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড তারেক রহমান।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। বাংলাদেশসহ আরও বেশ কয়েকটি দেশে এ বছর নির্বাচন হচ্ছে। অথচ বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারেই মাথা ঘামাচ্ছে বিদেশিরা। দেশের উন্নয়ন হচ্ছে এই অপরাধেই এমনটা হচ্ছে কি না প্রশ্ন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কয়েক দিন আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছিলাম উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সেখানে যতজনের সাথে কথা বলেছি, সবাই বলেছে, জিনিসপত্রের দাম গতবছরের চেয়ে দ্বিগুণ। সিঙ্গাপুর, ইউরোপ ও আমেরিকায় জিনিসপত্রের দাম দ্বিগুণ। সারা দুনিয়ায় সংকট। এরমধ্যেও আমাদের এখানে সবকিছু সহনীয় পর্যায়ে আছে। দুর্দিন কেটে যাবে। শেখ হাসিনার ওপর আস্থা রাখুন।

/এমএন

Exit mobile version