রোনালদোর ছবি তুলে ইরাকি ফুটবলারের ক্যাপশন, ‘ইতিহাসের দ্বিতীয় সেরা খেলোয়াড়ের সঙ্গে’

|

ছবি: সংগৃহীত

আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে ইরাকের ক্লাব আল শোর্তাকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠে সৌদির ক্লাব আল নাসর। ক্লাবটির হয়ে জয়সূচক গোলটি করেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ শেষে রোনালদোর সঙ্গে ছবি তুলেছেন শোর্তার ফরোয়ার্ড আহমেজ জেরো।

ওই ছবিটি ইনস্টাগ্রামে পোস্টও করেছেন জেরো। কিন্তু ক্যাপশনে যা লিখেছেন, সেটা একদম পছন্দ হবে না রোনালদোর। ছবির সঙ্গে জেরো লিখেছেন, ইতিহাসের দ্বিতীয়সেরা খেলোয়াড়ের সঙ্গে। জেরোর করা পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ইঙ্গিতটা একদম পরিষ্কার, তার চোখে ইতিহাসের সেরা খেলোয়াড় আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি।

ছবি: সংগৃহীত

২০ বছর বয়সী ইরাকি ফরোয়ার্ডের এই পোস্টে মেসি ও রোনালদো সমর্থকেরা হামলে পড়েছেন। তবে রোনালদোর আপাতত এ আলোচনায় মনোযোগ দেয়ার সময় নেই। টানা চার ম্যাচে গোল করা রোনালদো আজই ফাইনালে মুখোমুখি হবেন প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালের।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply