জয় দিয়ে মৌসুম শুরু আর্সেনালের

|

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে গেলোবারের রানার্স-আপ দল আর্সেনাল। নটিংহ্যাম ফরেস্টকে ২-১ গোলে হারিয়েছে মিকেল আর্টেটার দল। প্রথমার্ধে এডি এনকেতিয়া ও বুকায়ো সাকার গোলে ম্যাচের লাগাম নিজেদের হাতে রাখে গানাররা। ম্যাচের শেষ দিকে নটিংহ্যামের পক্ষে ব্যবধান কমান টাইও আওনিয়ি।

নিজেদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নটিংহ্যাম ফরেস্টকে আতিথ্য জানায় আর্সেনাল। ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণে একক আধিপত্য দেখায় স্বাগতিকরা। মুহুর্মুহু আক্রমণ শানালেও নটিংহ্যামের রক্ষণে ভীতি ছড়াতে পারছিলেন না সাকা, গাব্রিয়েল মার্টিনেল্লিরা।

ছবি: সংগৃহীত

তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি গানারদের। ম্যাচের ২৬ মিনিটে দুর্দান্ত এক ব্যাক হিল ফ্লিকে পাস বাড়ান মার্টিনেল্লি। বলের নিয়ন্ত্রণ নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন এনকেতিয়া। ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচের ৩২ মিনিটে গানারদের ব্যবধান দিগুণ করেন ইংলিশ তারকা ফরোয়ার্ড সাকা। বাঁ পায়ের দারুণ কোণাকুনি শটে জাল খুঁজে পান ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় মিকেল আর্টেটার শিষ্যরা।

ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধেও বলের নিয়ন্ত্রণ ধরে রেখে খেলতে থাকে আর্সেনাল। তবে জালের দেখা পাননি সাকা, মার্টিনেল্লি, ওডেগার্ডরা। উল্টো ম্যাচের ৮২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল হজম করে বসে আর্সেনাল। গানারদের কর্নার ফেরানোর পর বাঁ দিক দিয়ে অ্যান্থনি এলাঙ্গার হাত ধরে আক্রমণে ওঠে নটিংহ্যাম। নিজেদের অর্ধ থেকে এক ছুটে আর্সেনালের বক্সে গিয়ে গোলমুখে বল বাড়ান এলাঙ্গা, আলতো টোকায় বাকি কাজ সারেন আওনিয়ি। ব্যবধান কমানোর পাশাপাশি ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় সফরকারীরা।

ফেরার ইঙ্গিত দিলেও আর আক্রমণে যেতে পারেনি নটিংহ্যাম। যার ফলে পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply