ফ্রান্স উপকূলে নৌকাডুবিতে নিহত অন্তত ৬ অভিবাসন প্রত্যাশী

|

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ফ্রান্স উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৬ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ আগস্ট) সকালে ঘটে এ দুর্ঘটনা। এতে এখনও নিখোঁজ রয়েছেন দু’জন। তাদের মধ্যে ৫৯ জনকে উদ্ধার করেছে ফরাসি ও ব্রিটিশ উদ্ধারকারীরা। এখনও চলছে তল্লাশি অভিযান। খবর আল জাজিরার।

উদ্ধারকারীরা জানান, নিহতদের সবাই আফগানিস্তানের নাগরিক। বেঁচে যাওয়াদের মধ্যেও বেশিরভাগই আফগান, বাকিরা সুদানের অভিবাসী।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাগরে ক্যালাইসের কাছাকাছি এলাকায় বিপদে পড়ে ডিঙি নৌকাটি। অঞ্চলটিতে এই নিয়ে ১৭তম উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।

ফ্রান্স ও ব্রিটেনের মধ্যবর্তী চ্যানেলটি বিশ্বের অন্যতম ব্যস্ত জাহাজ রুট। তীব্র খরস্রোতা বলে ছোট ছোট নৌকা চলাচলের জন্য বেশ ঝুঁকিপূর্ণ এটি। দৈনিক গড়ে ৬০০ ট্যাংকার ও ২০০ ফেরি যাতায়াত করে এই চ্যানেলে। ছোট ছোট ডিঙিতে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী তুলে ভাসিয়ে দেয় মানবপাচারকারীরা। ফলে হরহামেশাই হচ্ছে দুর্ঘটনা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply