Site icon Jamuna Television

অস্ট্রিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩, আহত আরও ৪

অস্ট্রিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১২ আগস্ট) দেশটির পোল্যান্ড সীমান্তবর্তী এলাকায় হয় এ দুর্ঘটনা। নিহতদের মধ্যে সাত মাস বয়সী এক শিশু রয়েছে বলে জানা গেছে। খবর টিভিপি ওয়ার্ল্ডের।

স্থানীয় সময় সকাল সোয়া সাতটার দিকে দুর্ঘটনার কবলে পড়ে একটি মিনিবাস। পোল্যান্ডের নম্বর প্লেট লাগানো ছিল বাসটিতে।

কর্তৃপক্ষ জানায়, একটি দ্বিতল সড়কের ফ্লাইওভারে ওঠার পর নিয়ন্ত্রণ হারায় মিনিবাসটি। ব্রিজের ওপর উঠে রেলিং ভেঙে নিচের মহাসড়কে পড়ে উল্টে যায় সেটি। এ ঘটনায় দুই শিশুসহ আহত হয় আরও চারজন। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন তারা।

খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় ফায়ার সার্ভিস সদস্যরা। দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা হয়নি।

এসজেড/

Exit mobile version