আইফেল টাওয়ারে হঠাৎ বোমা আতঙ্ক, মুহূর্তেই সরানো হলো দর্শণার্থীদের

|

হঠাৎ হামলার আতঙ্ক ছড়িয়েছে ফ্রান্সের ঐতিহাসিক আইফেল টাওয়ারকে ঘিরে। শনিবার (১২ আগস্ট) বোমা হামলার আশঙ্কায় স্থাপনার ভেতর ও আশপাশ থেকে সরিয়ে দেয়া হয় লোকজনকে। খবর সিএনএন এর।

পুলিশ জানায়, রাজধানীর আইকনিক নিদর্শনে বোমা হামলা হতে পারে এমন খবর পাওয়া যায় শনিবার। এরপরই দ্রুত তৎপর হয় নিরাপত্তা বাহিনী। দ্রুত সময়ের মধ্যেই খালি করে ফেলা হয় আশপাশের এলাকা। ঘটনাস্থলে বম্ব ডিসপোজাল ইউনিটও পৌঁছায়। অবশ্য পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের পর নিরাপত্তা বাহিনী এটিকে ‘ফলস অ্যালার্ম’ হিসেবে ঘোষণা দেয়। এরপরই বাতিল করা হয় সতর্কতা। দর্শনার্থীদেরও প্রবেশের অনুমতি দেয়া হয়।

এদিন মোট আড়াই ঘণ্টার মতো বন্ধ ছিল আইফেল টাওয়ারের প্রবেশপথ। প্রায় একশ’ মিটার লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা বহু পর্যটককে ভোগান্তিতে পড়েন এ ঘটনায়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply