প্রথমবারের মতো ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগ দিলো সৌদি আরব

|

সৌদি ক্রাউন প্রিন্স ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট। ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার (১২ আগস্ট) প্রথমবারের মতো ফিলিস্তিনের জন্য একজন রাষ্ট্রদূত নিয়োগ দেয় সৌদি আরব। খবর আল জাজিরার।

কূটনীতিক নায়েফ আল সুদাইরিকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে রিয়াদ। বর্তমানে জর্ডানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এরইমধ্যে তার পরিচয়পত্রের একটি অনুলিপি পেয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরালো করবে। এর পাশাপাশি এটি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি করবে। ইসরায়েলের সাথে সম্পর্ক যখন স্বাভাবিক করার উদ্যোগ নিচ্ছে রিয়াদ, তখনই ফিলিস্তিনে কূটনৈতিক নিয়োগ দেয়া হলো।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply