রাজধানীর সবজির বাজারে বৃষ্টির প্রভাব

|

বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। দাম বাড়ানো হয়েছে সবজিসহ প্রায় সব পণ্যের। প্রতিকেজি দেশি পেয়াজের দাম ৯০ টাকা। কাঁচা মরিচের দর প্রায় তিনশ টাকা।

বেগুন, কাকরোল, ঢেড়সসহ সব সবজির দাম বেড়েছে কেজিতে অন্তত ১০ টাকা। পটলের কেজি ৬০ টাকা। বাড়তি দরের তালিকায় আছে বরবটি, আলু, টমেটোও।

আলু কেজি প্রতি ৪৫ থেকে ৫০, রসুন ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। পেয়াজের দাম বৃদ্ধির কারণ হিসেবে আমদানি কমার অজুহাত দিচ্ছেন পাইকাররা।

এদিকে, আমদানি করা পেয়াজ ৫৫ থেকে ৬০ টাকা। দামের উত্তাপ ছড়াচ্ছে পোল্ট্রি বাজারেও। লেয়ার ও কক মুরগির কেজি ৩১০ থেকে ৩২০ টাকা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply