পাকিস্তানে চীনা নাগরিক বহনকারী গাড়িবহরে হামলা

|

পাকিস্তানের বন্দর নগরী, গওধরে হামলার শিকার হলো চীনের কর্মকর্তাদের বহনকারী গাড়িবহর। পাল্টা অভিযানে প্রাণ যায় ২ আততায়ীর, আহত হয়েছে আরও ৩ জন। খবর আল জাজিরার।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দফতর, আইএসপিআর বিবৃতিতে জানিয়েছে, শনিবার (১২ আগস্ট) সকাল ১০টা নাগাদ চালানো হয় হামলা। আততায়ীদের একটি দল ছোটখাটো অস্ত্র এবং গ্রেনেড নিয়ে আক্রমণ চালায়। তাৎক্ষণিকভাবে অভিযান চালায় সামরিক বাহিনী। তাতে সেনা সদস্য বা বেসামরিক কোনো পাকিস্তানির ক্ষয়ক্ষতি হয়নি, এমনটা নিশ্চিত করা হয়।

পৃথক বিবৃতি দিয়েছে করাচিতে অবস্থিত চীনের কনস্যুলেট। তারা জানায়, বন্দর এলাকা থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল একদল কর্মকর্তাকে বহনকারী গাড়ি। এ সময় বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে চীনের কোণো নাগরিক হতাহত হননি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply