ফের জেগে উঠলো ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ‘মাউন্ট এটনা’, শুরু লাভা উদগীরণ

|

ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা আবারও লাভা উদগীরণ শুরু করছে। রোববার (১৩ আগস্ট) রাতের আকাশে শ্বাসরুদ্ধকর এ দৃশ্য দেখা যায়। খবর দ্য গার্ডিয়ানের।

এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে দেশটির ‘জাতীয় জনসুরক্ষা দফতর’। বিবৃতিতে জানানো হয়, এটনা পূর্ব-সতর্কতা পর্যায়ে প্রবেশ করেছে। লাভার ফোয়ারার উচ্চতা বৃদ্ধি পেয়েছে। যেকোনো মুহূর্তে সেটি জোরালো বিস্ফোরণ ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে লোকালয়ে প্রবেশ করতে পারে জলন্ত লাভা।

এরইমধ্যে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে সিসিলি’র শহর কাতানিয়া। আগ্নেয়গিরিটির সবচেয়ে কাছে এই শহরের অবস্থান। পৃথিবীর সবগুলো আগ্নেয়গিরির মধ্যে সবচেয়ে বেশিদিন যাবৎ সক্রিয় মাউন্ট এটনা। ৪২৫ খ্রিস্ট পূর্বাব্দ থেকেই সক্রিয় আছে এটি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply