আন্তর্জাতিক বিশ্ব মনে করে বাংলাদেশে গণতন্ত্র নেই: ফখরুল

|

শুধু বাংলাদেশ নয়,আন্তর্জাতিক বিশ্বও মনে করে দেশে গণতন্ত্র নেই। একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ সব আয়োজন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের সংবাদমাধ্যম: দুঃশাসনের দেড় দশক’ শিরোনামে সেমিনারে এসব কথা বলেন তিনি।

এ সময় মির্জা ফখরুল বলেন, সংবিধান সংশোধন, প্রশাসন-বিচার বিভাগ নিয়ন্ত্রণসহ গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে সরকার। পুরো সমাজকে নষ্ট সমাজে পরিণত করেছে। এখানে গণতন্ত্র নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই। সুকৌশলভাবে করপোরেট মিডিয়া তৈরি করা হয়েছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, আবার ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে শান্তিপূর্ণভাবে আন্দোলনে ক্ষমতাসীনদের পদত্যাগে বাধ্য করতে হবে। কালক্ষেপণ না করে অন্ধকার সরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply