বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে পাঁচ জন এখনও ধরাছোঁয়ার বাইরে। তাদের মধ্যে দুই খুনির ব্যাপারে জানা গেলেও বাকিদের সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি। খুনিদের তথ্য কেউ দিতে পারলে সরকার তাকে পুরস্কৃত করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। বঙ্গবন্ধুর পলাতক পাঁচ খুনি হলেন— খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, নুর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহউদ্দিন খান। এদের মধ্যে নূর চৌধুরী কানাডায় এবং রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
এ কে আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। তাকে ফেরাতে চিঠিপত্রও দেয়া হয়েছে। কানাডায় অবস্থান করছে খুনি নূর চৌধুরী। কানাডিয়ান সরকার তাকে ফেরত দিচ্ছে না। এসব দেশ ফাঁসির রায় কার্যকর করে, এমন দেশে খুনিদের পাঠায় না। তাই সবাই ওখানে গিয়ে আশ্রয় নেয় বলে অভিযোগ করেন তিনি।
এ সময় খুনিদের বাড়ির সামনে গিয়ে প্রবাসীদের বিক্ষোভ করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
/এমএন
Leave a reply