Site icon Jamuna Television

সেনবাগ ভূমি অফিসের পুকুরে মিললো যুবকের লাশ

ফাইল ছবি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সেনবাগের একটি পুকুরের পাড় থেকে মো. আজগর ইকবাল (৩৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা ভূমি অফিসের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক পৌনে ৫টার দিকে উপজেলা ভূমি অফিসের পুকুরে রিয়াদ নামে এক যুবক মাছের খাবার দিতে যায়। সেখানেই একপর্যায়ে সে পুকুরে এক ভাসমান এক যুবকের মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের পরিচয় নিশ্চিত করে পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় তারা।

এ প্রসঙ্গে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন বলেন, অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে লাশের পরিচয় উদ্‌ঘাটন করে পুলিশ। নিহত ইকবাল মানসিকভাবে অসুস্থ ছিলে বলে জানা যায়। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

/এসএইচ

Exit mobile version