অদম্য প্রতিহিংসা দ্রুত চরিতার্থ করতেই কারাগারে আদালত: রিজভী

|

ফাইল ছবি

সরকারের অদম্য প্রতিহিংসা দ্রুত চরিতার্থ করতেই খালেদা জিয়ার বিরুদ্ধে চ্যারিটেবল মামলার আদালত কারাগারে নেয়া হয়েছে। এমন অভিযোগ করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, খালেদা জিয়ার বিচার জনগণ মেনে নেবে না।

খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলে উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, সুচিকিৎসার দাবি করা হলেও সরকার তা উপেক্ষা করছে। বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশের সিনিয়র নাগরিক। তার প্রতি সরকারের এমন নিষ্ঠুর আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি।

নির্বাচন ম্যানেজ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সরকার ব্যবহার করছে এমন অভিযোগ করে রিজভী আহমেদ বলেন, ঈদের পর থেকে বিএনপির ১৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply