বিদেশি পর্যটকদের ভাষাগত জটিলতা সমাধানে অভিনব উদ্যোগ জাপানে

|

বিভিন্ন দেশে ঘুরতে গিয়ে প্রতিনিয়তই ভাষাগত জটিলতায় পড়তে হয় বিদেশি পর্যটকদের। এ সমস্যা সমাধানে টোকিও’র একটি রেলস্টেশনে বিশেষ এক স্ক্রিন স্থাপন করেছে জাপান। স্ক্রিনটি স্বয়ংক্রিয়ভাবে ১১টি ভাষা থেকে জাপানি ভাষায় অনুবাদ করতে পারে। ফলে কোনো বিড়ম্বনা ছাড়াই অন্য ভাষাভাষীরা জাপানি রেলকর্মীদের সাথে কথা বলতে পারবেন। খবর সিএনএন এর।

টোকিওর জনপ্রিয় সেইবু-সিনজুক রেলস্টেশনে স্বয়ংক্রিয় অনুবাদের জন্য স্থাপন করা হয়েছে বিশেষ এই স্ক্রিন। এ নিয়ে দেশটির রেলওয়ে কর্মকর্তা আয়ানো ইয়াজিমা বলেন, জাপানি ও অন্যান্য ভাষা অনুবাদ করতে সক্ষম আমাদের এই স্ক্রিন। যখন গ্রাহক কোনো বিদেশি ভাষায় কথা বলেন, তখন রেলকর্মী সেটি স্ক্রিনে জাপানি ভাষায় দেখতে পায়। অন্যদিকে, রেলকর্মী জাপানি ভাষায় কথা বললে বিদেশিরা সেটি নিজেদের ভাষায় দেখতে পাবেন।

আপাতত পরীক্ষামূলক হলেও ভবিষ্যতে ব্ড় পরিসরে দেশজুড়ে এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে জাপানের। বিদেশিরাও এই উদ্যোগের প্রশংসা করছেন। তারা বলছেন, সব জায়গায় গুগল ট্রান্সলেট ব্যবহার করা যায় না। কারণ সবসময় ওয়াইফাই থাকে না। ফোনে দ্রুত টাইপ করাও সম্ভব হয় না অনেক সময়। ভুল অনুবাদের শঙ্কাও রয়েছে। কাজেই এটি খুবই সুন্দর একটি উদ্যোগ।

এর আগে, চলতি বছরের প্রথম দিকে ওসাকার কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও এই প্রযুক্তির পরীক্ষা চালানো হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply