সৌদি আরবে চলতি বছরে এখন পর্যন্ত ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। গত তিনমাসে ৬০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খবর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের।
মানবাধিকার সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে ৪০ ভাগ মৃত্যুদণ্ড দেয়া হয় শুধুমাত্র মাদকদ্রব্য পাচারের অপরাধে। মধ্যপ্রাচ্যের দেশটিতে মৃত্যুদণ্ডের মাত্রা বেড়েই চলেছে। অ্যামনেস্টির তথ্য মতে, ২০১৪ সালে শিরশ্ছেদের সংখ্যা ছিল ৮৮ জন। ২০১৫ সালে তা বেড়ে দাঁড়ায় ১৫৮ জনে। ২০১৬ সালে ১৫৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ১৯৮৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশটিতে ২ হাজারের বেশি মানুষকে মৃত্যুদন্ড দেয়া হয়।
এদিকে জাতীয় নিরাপত্তার হুমকি এমন অপরাধে কমপক্ষে ৩৩ জন শিয়া মুসলিমের মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় সৌদি সরকার। তবে অভিযোগ রয়েছে বিচারের ক্ষেত্রে সঠিকভাবে ন্যায়বিচার করা হয়নি। এমনকি অপরাধ প্রমাণে নির্যাতন করা হয় এমন তথ্য দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
উল্লেখ্য, ২ জানুয়ারি ২০১৬ সৌদি কর্তৃপক্ষ একসাথে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে। এদের মধ্যে প্রখ্যাত শিয়া নেতা শেখ নিমরও ছিলেন।
টিবিজেড/
Leave a reply