বন্যা-ভূমিধসে ২৪ ঘণ্টায় হিমাচলে নিহত অর্ধশতাধিক মানুষ: মুখ্যমন্ত্রী

|

প্রবল বন্যা-ভূমিধসে আবারও বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। সোমবার (১৪ আগস্ট) রাজ্যের মুখ্যমন্ত্রী সুখভিন্দর সিং জানান, এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অর্ধ-শতাধিক মানুষ। খবর এনডিভির।

এ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সাম্ভাল এলাকায় খরস্রোতা নদীতে ভেসে গেছেন ৭ জন। তাদের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। ভয়ংকর পরিস্থিতি মোকাবেলায় বহাল রয়েছে উদ্ধার অভিযান।

গত ২৪ ঘণ্টায়, প্রবল বৃষ্টিপাত সংশ্লিষ্ট পৃথক দুর্ঘটনায় ১৬ জন প্রাণ হারিয়েছেন। সোলান জেলায় ভূমিধসে আরও ৭ জন ভেসে গেছে। পরে অনেক দূরে তাদের মরদেহ মেলে। সিমলা শহরের শিব মন্দিরে হওয়া ধসে প্রাণ হারিয়েছেন ৯ জন। তাছাড়া, মাটিচাপা পড়েছেন আরও ১৫-২০ পূণ্যার্থী। তাদের জীবিত উদ্ধারে চালানো হচ্ছে সাঁড়াশি অভিযান।

দুর্যোগ মোকাবেলায় রাজ্যটির সাড়ে ৭০০ রাস্তা বন্ধ। প্রাথমিকভাবে ৭ হাজার কোটি রূপি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply