রাশিয়ার বোমারু বিমান তাড়াতে টাইফুন ফাইটার জেট পাঠিয়েছে যুক্তরাজ্যের বিমান বাহিনী। সোমবার (১৪ আগস্ট) যুদ্ধবিমান নিয়ে তাড়া করার ছবি প্রকাশ করে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স (আরএএফ)। খবর বিবিসির।
আরএএফের দাবি, ন্যাটোর নজরদারির আওতায় থাকা উত্তরাঞ্চলীয় সমুদ্র সীমার আকাশে অনুপ্রবেশের চেষ্টা করে রাশিয়ার দু’টি সামুদ্রিক টহল বিমান। টুপোলেভ টু-ওয়ান ফর্টি টু’র উপস্থিতি টের পেয়ে লোসিমাউথ বিমান ঘাঁটি থেকে পাঠানো হয় টাইফুন ফাইটার জেট। রাশিয়ার এমন চেষ্টার নিন্দা জানায় আরএএফ।
যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর মন্ত্রী জেমস হেপ্পি বলেন: যুক্তরাজ্যের আকাশসীমার ওপর সর্বদা নজরদারি রাখে আরএএফ ক্রুরা। দেশকে সুরক্ষিত রাখতে দ্রুত নোটিশে পদক্ষেপ নিতে সর্বদা প্রস্তুত তারা। ফাইটার জেটগুলো এখন তাদের ঘাঁটিতে ফিরে এসেছে বলে জানিয়েছেন তিনি। তবে এ বিষয়ে মস্কোর তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে রাশিয়ান ‘টু-ওয়ান সিক্সটি’র এক জোড়া বোমারু বিমানকে আটকানোর জন্য লঞ্চ করা হয়েছিল টাইফুন ফাইটার জেট। ন্যাটোর এয়ার পুলিশিং এলাকায় কাজ করছিল তারা।
/এএম
Leave a reply