সেটে ঝগড়া, পুলিশ ডাকা এবং শুটিং বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তাকে আর্থিক জরিমানার সঙ্গে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে অভিনয়শিল্পী সংঘ। জরিমানা প্রদানে রাজি হয়েছেন এ অভিনেত্রী। চমকের ব্যাপারে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
সপ্তাহ খানেক ধরে একটি নির্মাণাধীন নাটকের শুটিং সেটে দুর্ব্যবহারের জের ধরে পাল্টাপাল্টি দোষারোপ করতে দেখা যায় অভিনেতা আরশ খান ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে। নানা গণমাধ্যমে আসে তাদের বচসার খবর। বিষয়টি এক পর্যায়ে টিভি নাটকের সংগঠনগুলো পর্যন্ত গড়ায়। দুজনের এ দ্বন্দ্বের আপাত সাংগঠনিক সমাধান হলো।
রোববার (১৩ আগস্ট) বিকেলে অভিনয়শিল্পী সংঘের বিচার সভা অনুষ্ঠিত হয়। এতে শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড ও টেলিপ্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে অভিনেতা আরশের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। একই সঙ্গে সেখানে নিজের ভুল স্বীকার করে জরিমানা প্রদানে রাজি হয়েছেন অভিনেত্রী চমক।
সোমবার (১৪ আগস্ট) রাতে অভিনয়শিল্পী সংঘের সিদ্ধান্ত প্রকাশ করা হয়েছে। সেই লিখিত বার্তায় বলা হয়েছে, শুটিং সেটে উত্তেজিত অবস্থায় চমক যে আচরণ করেছেন, তাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরিচালক আর্থিক ক্ষতি ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এছাড়া, জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুম এবং নির্মাতা আদিফ হাসানসহ ইউনিটের সবার সঙ্গে যে আচরণ করেছেন, তা অভিনেত্রী চমকের ভুল ছিল এবং পরবর্তীতে অভিনেতা আরশ খানের বিরুদ্ধে বিভিন্ন ইন্টারভিউতে যে অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন প্রতীয়মান হয়।
দোষী সাব্যস্ত হওয়ায় চমকের ব্যাপারে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে অভিনয়শিল্পী সংঘ। এগুলো হলো—
ক্ষতিগ্রস্ত নাটকের প্রযোজক, পরিচালক ও জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুমসহ সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করবেন ও ক্ষমা চাইবেন।
অভিনেতা আরশ খান ও পরিচালক আদিফ হাসানের বিরুদ্ধে চমক থানায় যে জিডি করেছেন, তা অনতিবিলম্বে নিষ্ক্রিয় করার ব্যবস্থা গ্রহণ করবেন।
‘শ্বশুর বাড়ির প্রথম দিন’ নাটকটি নির্মাণ সম্পন্ন করতে বাকি যে অর্থের প্রয়োজন হবে, তা ক্ষতিপূরণ হিসেবে চমক প্রদান করতে বাধ্য থাকবেন।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। যদি ঘটে, তবে সংগঠন কর্তৃক যে কোনো শাস্তি গ্রহণ করতে তিনি বাধ্য থাকবেন বলে লিখিতভাবে অঙ্গীকার করবেন। আগামী ৬ মাস তিনি সকল সংগঠনের পর্যবেক্ষণে থাকবেন। তার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ যেন না আসে, সে বিষয়ে সচেষ্ট থাকবেন।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ নামের একটি নাটকের সেটে তর্কাতর্কি, পুলিশ আসা এবং শুটিং বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, এদিন সেটে নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে উত্তেজিত আচরণ করেন এই অভিনেত্রী।
/এএম
Leave a reply