বৃষ্টি আশঙ্কার ম্যাচে ‘সুন্দর ফুটবল’ খেলতে চায় না আবাহনী

|

এএফসি কাপে আগামীকাল আবাহনী মুখোমুখি হচ্ছে ক্লাব ঈগলসের বিপক্ষে। ছবি: ফেসবুক

এএফসি কাপে আগামীকাল ঢাকা আবাহনী খেলবে মালদ্বীপের ক্লাব ঈগলসের বিপক্ষে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামীকাল সিলেটে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবাহনীর কোচ মারিও লেমোস বলেন, আবহাওয়ার ওপর কারো নিয়ন্ত্রণ নেই। এই ম্যাচে যে দল ‘সুন্দর ফুটবল’ খেলবে, তারাই বিপদ পড়বে। বৃষ্টিভেজা মাঠে ফলাফল নির্ভর ফুটবল খেলতে চান নীল-হলুদ শিবিরের পর্তুগিজ কোচ।

আগামীকাল (১৬ আগস্ট) বিকেলে এএফসি কাপের প্রাথমিক রাউন্ডে সিলেট জেলা স্টেডিয়ামে মালদ্বীপের ক্লাবের মুখোমুখি হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের রানার্সআপরা। শ্রাবণের এই বর্ষায় সিলেটে হয়তো কাদা প্যাচপেচে মাঠে খেলতে হবে আবাহনীকে। সেটি মাথায় রেখেই ম্যাচ জয়ের ছক সাজাচ্ছেন কোচ লেমোস। বৃষ্টি নিয়ে চিন্তিত নন তিনি।

এশিয়ান ক্লাব ফুটবলে বিদেশি রেজিস্ট্রেশনে কোনো সীমাবদ্ধতা নেই এবং একাদশে খেলতে পারবেন ৬ জন। আবাহনীর ক্যাম্পে বিদেশি ফুটবলার ১১ জন। আগামীকালের ম্যাচে ৬ জন নিয়েই মাঠে নামবে বলে জানিয়েছেন কোচ। কোস্টারিকার দানিয়েল কলিন্দ্রেস চলে যাওয়ায় কোচের কপালে কিছুটা চিন্তার ভাজ থাকলেও এএফসি কাপে খেলতে দুই ব্রাজিলিয়ান ফুটবলার এসেছেন আবাহনীতে— ব্রুনো মাতোস ও জোনাথন রেইস।

ঈগলস ক্লাবে মালদ্বীপ জাতীয় ফুটবল দলের একাধিক ফুটবলার রয়েছে। মাত্র পাঁচ জন বিদেশি নিয়ে এসেছে ক্লাবটি। তাই নিয়েই লড়ার পণ ঈগলসের কোচ শিয়াজ মোহাম্মদের। ম্যাচের চার দিন আগে আসায় পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে মালদ্বীপ দলটি।

ম্যাচটি এক লেগের প্লে অফ হওয়ায় নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে অতিরিক্ত সময়ে গড়াবে। সেখানেও ড্র থাকলে টাইব্রেকারে নিষ্পত্তি হবে। এই ম্যাচের জয়ী দল খেলবে ২২ আগস্ট পরবর্তী প্লে অফ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply