ঈদের ছবি ‘সুড়ঙ্গ’ ও ‘প্রিয়তমা’র আলোচনার মধ্যেই মুক্তি পেয়েছে দুটি সিনেমা। শুক্রবার (১১ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মাইক’ ও ‘গোয়িং হোম’ নামের সিনেমা দুটি।
ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘প্রিয়তমা ও ‘সুড়ঙ্গ’ সিনেমা ব্লকবাস্টার হিট। সারা বছর মুক্তি পাওয়া সিনেমাগুলোর ক্ষেত্রে এরকম চিত্র দেখা যায় না। তাই সিনেমা হলের মালিকরা ছবি দুটির ব্যবসায়িক সাফল্যে বেশ খুশি। দেশের বাইরেও প্রদর্শিত হচ্ছে ব্যবসাসফল ছবি দুটি। ঢাকাই সিনেমার ঢামাঢোলের ভেতর এবার মুক্তি পেলো ‘মাইক’ ও ‘গোয়িং হোম’ নামের দুটি সিনেমা।
কিশোর চলচ্চিত্র ‘মাইক’এর নির্মাতা দুজন। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল। ‘গোয়িং হোম’এর পরিচালক মাশরুর পারভেজ। এটি তার পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র। প্রযোজক ও পরিচালক সূত্রে জানা গেছে, ‘মাইক’ পেয়েছে ৯টি হল এবং ‘গোয়িং হোম’ মাত্র ১টি হলে মুক্তি পেয়েছে।
গত বছরের মার্চ মাসে লক্ষ্মীপুরে ‘মাইক’ ছবির শুটিং শুরু হয়। টানা এক মাস সেখানকার কয়েকটি লোকেশনে শুটিং হয় বলে জানান পরিচালক এফ এম শাহীন। ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক দিন আমাদের দেশে কিশোর চলচ্চিত্র নেই। কিশোরদের নিয়ে ভাবনার জায়গা নেই। এমনিতে কিশোরদের নিয়ে কাজ করাটাও চ্যালেঞ্জিং, আমি তা নিয়েছি। ছবিটির প্রথম দিনের দর্শকসাড়া বেশ ভালো বলে জানিয়েছেন এফ এম শাহীন। ‘মাইক’এর মাধ্যমে সিনেমা জগতে তার অভিষেক হলো।
‘মাইক’এর সংগীত পরিচালনায় ছিলেন লাবিক কামাল গৌরব। বড় পর্দায় এটিও তার প্রথম কাজ। ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, তানভীন সুইটি, তারিক আনাম খান, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান প্রমুখ।
চলচ্চিত্র প্রযোজক ও নায়ক মাসুদ পারভেজ সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ। ‘গোয়িং হোম’এর মূল চরিত্রে অভিনয়ও করেছেন এই নির্মাতা। ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নুসরাত জাহান, ফাহিম ফারুক ও অতিথি চরিত্রে সোহেল রানা। তার দাবি, এই ছবি বাংলাদেশের ইতিহাসে প্রথম চলচ্চিত্র, যা লন্ডনের ‘ওটু এরিনা’ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। এবার ছবিটি মুক্তি পেল দেশের প্রেক্ষাগৃহে।
ছবিটির রেসপন্স কেমন জানতে চাইলে নির্মাতা মাশরুর বলেন, হলে অর্ধেক দর্শক ছিল। যতো দিন যাবে, ততো হয়তো কমবে। কারণ, ছবিটি নিয়ে সেভাবে প্রচার নেই। তবে যারাই দেখেছেন, তারা ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ কেউ বলেছেন, আমার নির্মাণ বর্তমান সময়ের থেকে ২০ বছর এগিয়ে। এর আগে ‘রাইয়ান’ নামে একটি চলচ্চিত্র বানিয়েছিলেন মাশরুর পারভেজ।
/এএম
Leave a reply