নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা; চতুর্থবারের মতো ফৌজদারি অপরাধে অভিযুক্ত ট্রাম্প

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

চতুর্থবারের মতো ফৌজদারি অপরাধের মামলায় অভিযুক্ত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ২০২০ সালের নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টার দায়ে অভিযুক্ত হয়েছেন তিনি। খবর বিবিসির।

সোমবার (১৪ আগস্ট) জর্জিয়ার আদালতে দাখিল হয় অভিযোগপত্র। ট্রাম্প ও তার ১৮ সহযোগীর বিরুদ্ধে আনা হয়েছে অভিযোগ। মোট ৪১টি ফৌজদারি অপরাধের কথা উল্লেখ করা হয়েছে ৯৮ পৃষ্ঠার ওই চার্জশিটে। অভিযোগগুলো প্রমাণিত হলে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে সাবেক এ মার্কিন প্রেসিডেন্টের।

এর আগে, তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। তার দাবি, আগামী নির্বাচনে তার অংশগ্রহণ ঠেকাতেই ষড়যন্ত্র করছে ডেমোক্র্যাটরা।

প্রসঙ্গত, ২০২০ সালের মার্কিন নির্বাচনে জর্জিয়ায় জো বাইডেনের কাছে হেরে যান ডোনাল্ড ট্রাম্প। তবে প্রকাশ্যেই ফলাফলের বিরুদ্ধে আওয়াজ তোলেন তিনি। দোষারোপ করেন অঙ্গরাজ্যটির কর্মকর্তাদের। এরপর, ২০২১ সালে নির্বাচনের ফল পাল্টে দেয়ার চেষ্টার অভিযোগে ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply