আবারও ভয়াবহ সহিংসতা ছড়িয়েছে লিবিয়ার ত্রিপোলিতে। মঙ্গলবার (১৫ আগস্ট) দিনভর গোলাগুলি ও বিস্ফোরণের আওয়াজে রণক্ষেত্রে পরিণত হয় দেশটির রাজধানী। তাতে স্থবির হয়ে যায় বিভিন্ন এলাকা। খবর রয়টার্সের।
গত সোমবার ত্রিপোলির মিটিগা বিমানবন্দরের নিয়ন্ত্রণকারী প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠীর হাতে একজন ব্রিগেড কমান্ডার আটকের জেরে সংঘাতের সূত্রপাত হয়। পরে তাকে অন্য একটি পক্ষের হাতে তুলে দেয়া হয়। সহিংসতায় সম্পৃক্ততা ছিল না তৃতীয় পক্ষটির। সোমবারও রাতভর চলে সংঘর্ষ।
এখনও প্রাণহানির সঠিক সংখ্যা জানা যায়নি। কমপক্ষে তিনটি মরদেহ উদ্ধার এবং ১৯ জন আহতের কথা জানিয়েছে একটি মেডিকেল ইউনিট। এ ঘটনায় ত্রিপোলির বাইরেও কয়েকটি শহরে সংঘাত ছড়িয়েছে।
/এমএন
Leave a reply