তিস্তার পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি

|

কুড়িগ্রাম করেসপন্ডেন্ট:

তিস্তার পানি কমায় উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে। এদিকে, ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি।

হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদরের নিম্নাঞ্চল থেকে নামতে শুরু করেছে বানের জল। তবে, পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। সদর উপজেলার রাজপুর, খুলিয়াগাছ ও আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকায় দেখা দিয়েছে ভাঙন।

এছাড়া, তিস্তায় বিলীন হয়েছে ২০টি বাড়ি। ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী এলাকার মানুষের।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply