মার্কিন সেনার অনুপ্রবেশ নিয়ে মুখ খুললো উত্তর কোরিয়া; রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, দাবি পিয়ংইয়ংয়ের

|

উত্তর কোরিয়ায় অনুপ্রবেশকারী মার্কিন সেনাকে নিয়ে প্রথমবারের মতো মুখ খুললো পিয়ংইয়ং। সংশ্লিষ্টদের দাবি, দেশটির কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ট্রাভিস কিং। খবর বিবিসির।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে অসদাচরণ ও বর্ণবৈষম্যের অভিযোগ করেছেন ২৩ বছর বয়সী ট্রাভিস। তবে তিনি কোথায় এবং কী অবস্থায় আছেন কিংবা তাকে বিচারের মুখোমুখি করা হয়েছে কিনা এ বিষয়ে কিছু জানায়নি কেসিএনএ।

অবশ্য বিষয়টি নিশ্চিত করতে পারেনি ওয়াশিংটন। এক মাস আগে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাভিসের মা অভিযোগ করেছিলেন, মার্কিন সেনাবাহিনীতে বর্ণবৈষম্যের শিকার হয়েছে তার ছেলে।

গত মাসে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর একটি পরিদর্শক দলের সদস্য হিসেবে দক্ষিণ কোরিয়া যান প্রাইভেট সেকেন্ড ক্লাস র‍্যাঙ্কের সেনা ট্রাভিস। গত ১৮ জুলাই হঠাৎ সীমান্ত পাড়ি দিয়ে তিনি উত্তর কোরিয়ায় প্রবেশ করেন। এরপর আর কোনো খবর মেলেনি তার। এরপর বিষয়টি নিয়ে প্রথমবারের মতো কথা বললো পিয়ংইয়ং।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply