বিদ্যুৎ-জ্বালানি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন জেলায় র্যালি ও আলোচনা সভা হয়েছে।
সকালে নাটোরে পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়-১ এর সামনে থেকে একটি র্যালি বের হয়। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তরা বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
যশোরে র্যালিতে অংশ নেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামে শতভাগ বিদ্যুৎতায়ন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
“অনির্বান আগামী ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ পালিত হয়েছে। দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়ে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া, র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচিতে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালিত হয়েছে রাজশাহী-নড়াইল, গাজীপুর বাগেরহাটসহ দেশের বিভিন্ন স্থানে।
Leave a reply