আবাসিক এলাকায় ভাগাড় স্থাপনের প্রতিবাদে বকশিবাজারে মানববন্ধন

|

রাজধানীর বকশিবাজার আবাসিক এলাকায় ময়লার ভাগাড় (এসটিএস) স্থাপনের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (১৬ আগস্ট) সকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে এ মানববন্ধন থেকে অবিলম্বে এ ময়লার ভাগাড় স্থাপনের কাজ বন্ধের দাবি জানান তারা।

এলাকাবাসীর অভিযোগ, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার অনেক পুরনো একটি কমিউনিটি সেন্টার তুলে দিয়ে ময়লার ভাগাড় নির্মাণ করতে যাচ্ছে। ময়লার ভাগাড়টি তৈরি হলে ময়লা আবর্জনার উৎকট গন্ধ ও মশার উপদ্রপ বাড়বে বলে আশঙ্কা তাদের। বসবাসের অযোগ্য হয়ে পড়বে পুরো এলাকা। ডেঙ্গুসহ নানা ধরনের রোগের আশঙ্কাও করেন বকশিবাজারের বাসিন্দারা। অবিলম্বে এমন ময়লার ভাগাড় (এসটিএস) নির্মাণ কাজ বন্ধ করতে দক্ষিণের মেয়রের প্রতি অনুরোধ জানান এলাকাবাসী।

স্থানীয় এক বাসিন্দা বলেন, আমাদের এখানে আধঘণ্টা বৃষ্টি হলেই হাঁটুপানি জমে যায়। এখানে একটা ডাস্টবিন ছিল। বৃষ্টি হলে ময়লা ভেসে আসতো পানিতে। এখন পুরো একটি ভাগাড় হলে চলাচল বসবাসে অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হবে সবাইকে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply