খুলনা প্রতিনিধি:
ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ক্লাস বর্জন করে বিক্ষোভ করছেন খুমেক শিক্ষার্থীরা। বুধবার (১৬ আগস্ট) বেলা ১১টা থেকে খুলনা মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন তারা। ওষুধ ব্যবসায়ীদের সিদ্ধান্তে বন্ধ রয়েছে হাসপাতালের সামনের সব ওষুধের দোকান। শিক্ষার্থী ও ওষুধ ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি ধর্মঘট। এতে চরম বিপাকে পড়েছে হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা।
সোমবার (১৪ আগস্ট) আনুমানিক রাত ৯টায় ওষুধ কেনাকে কেন্দ্র করে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন অন্তত ২০ শিক্ষার্থী ও ৯ ওষুধ ব্যবসায়ী। এখন পর্যন্ত দোকান বন্ধ রেখেছেন ওষুধ ব্যবসায়ীরা। আর, ওই দিন থেকে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। হাসপাতালের পরিচালকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।
এ কর্মসূচি চলাকালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। অন্যদিকে, ওষুধ ব্যবসায়ীদের ওপর হামলা ও দোকান ভাংচুরের প্রতিবাদে মেডিকেল কলেজের সামনের সকল ফার্মেসি বন্ধ করে ধর্মঘট অব্যাহত রেখেছেন ব্যবসায়ীরা। এতে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা।
খুলনা মেডিকেল কলেজের উপ-পরিচালক ডা. নিয়াজ মোস্তাফি চৌধুরী জানান, হাসপাতালে আগত এবং ভর্তি রোগীদের যেন কোনো সমস্যা না হয়, সেজন্য বাড়তি চিকিৎসকের ব্যবস্থা করা হয়েছে। ওষুধেরও কোনো সংকট নেই।
/এএম
Leave a reply