বাংলাদেশের আইনের শাসনের প্রতি সম্মান দেখিয়ে বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে গুলশানে সেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘সিরিজ বোমা হামলাকারী বিএনপি-জামাত স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু’ শীর্ষক এক মানববন্ধনে এ আহ্বান জানান তিনি। এ সময় বঙ্গবন্ধুর আরেক খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠাতে কানাডার আদালতের প্রতিও অনুরোধ জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিএনপি’র জঙ্গীবাদ ও সন্ত্রাসী কার্যক্রম হতে দেবে না সরকার। বিদেশি দূতাবাসগুলোতেও বিএনপির সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে অবহিত করা হচ্ছে। বিএনপি-জামায়াত সরকারে থাকাকালীন অপারেশন ক্লিনহার্টের নামে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তা ফিরিয়ে দিতে সংসদে কথা বলার আহ্বানও জানান তিনি।
এ সময় যুক্তরাষ্ট্রের উদ্দেশে প্রশ্ন তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র মানবাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে সোচ্চার হলেও ‘অপারেশন সার্চলাইট’ ও ১৯৭৫ এর হত্যাযজ্ঞ নিয়ে কেনো সোচ্চার না? জঙ্গিবাদের উত্থান হয়েছে ২০০১-০৫ সালে। গত ১৫ বছর ধরে সেই জঙ্গিবাদ সমূলে উৎপাটন করে যাচ্ছে সরকার। জঙ্গিবাদ নির্মূলে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।
/এসএইচ
Leave a reply