স্পেনের সান্তা ক্রুজের পার্বত্য অঞ্চল দাবানলে জ্বলছে। গতকাল বুধবার (১৬ আগস্ট) সাড়ে ৪ হাজার একর জায়গায় আগুন ছড়িয়েছে। খবর এপির।
অঞ্চলটির খুব কাছেই ‘মাউন্ট তেইদে’ আগ্নেয়গিরি। যে কারণে, দুর্যোগ ভয়াবহ আকার ধারণের আশঙ্কা রয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ সেখানকার যোগাযোগ ব্যবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় গভর্নর। জানান, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার ব্রিগেডের আড়াইশ কর্মী, ১৪টি হেলিকপ্টার। তাদের সাথে যোগ দিয়েছে সেনাবাহিনীও। দেড় শতাধিক মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে।
/এমএন
Leave a reply