ডেঙ্গু কেড়ে নিলো আরও ৯ জনের প্রাণ, হাসপাতালে ভর্তি ২২৮৮

|

ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৯ জনের। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ২৮৮ জন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য মতে, চলতি মাসের ১৭ দিনে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৯৩ জন। আর, এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৪৪৪ জন।

সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের দেয়া তথ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৮৮ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৯৪ হাজার ৩১২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৬ হাজার ১২৯ জন। আর ঢাকার বাইরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ১৮৩ জন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply