Site icon Jamuna Television

দেশের যুব সমাজকে মাদকাসক্ততে রূপান্তরিত করেছে সরকার: জি এম কাদের

সরকার দেশের অর্থনীতিকে নষ্ট করে যুব সমাজকে মাদকাসক্ততে রূপান্তরিত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির আলোচনা সভায় এ মন্তব্য করেন জি এম কাদের।

তিনি বলেন, বাংলাদেশ একদলীয় শাসন ব্যবস্থায় চলছে। আওয়ামী লীগ দেশকে পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলেছে। সাধারণ মানুষ বৈষম্যর শিকার হচ্ছে।

এসময় দেশে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে উল্লেখ করে জি এম কাদের বলেন, জাতীয় পার্টি চায় দেশ আবারও গণতান্ত্রিক পদ্ধতিতে চলুক।

এসজেড/

Exit mobile version