সংবিধানের আলোকেই নির্বাচন হবে। যারা ভোট বানচালের আন্দোলন করছে তাদের প্রতিহত করা হবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীয় সদস্য আমির হোসেন আমু।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে নগর ভবনে শোক দিবসের আলোচনা সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। আমু আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের ইতিহাস ঢেকে দেয়ার চেষ্টা হয়েছিল।
১৪ দলের সমন্বয়ক আমু বলেন, প্রজন্মের পর প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেয়া হলো না। যদি তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানত, তাহলে বিএনপির মিছিলে লোক যেত না।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ফজলে নূর তাপস বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মূল কুশীলব ছিলো খুনি জিয়া। কমিশন গঠনের মাধ্যমে নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচন ও বিচারের দাবি জানান তাপস।
এটিএম/
Leave a reply