টানা বৃষ্টিপাত-বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। শুক্রবার (১৮ আগস্ট) পর্যন্ত ভারতীয় রাজ্যটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। এখনও নিখোঁজ ২১ বাসিন্দা। নিখোঁজের সন্ধানে উদ্ধার তৎপরতা জারি রেখেছে প্রশাসন। তবে ভূমিধসের পাঁচ দিন পেরিয়ে যাওয়ায় নিখোঁজদের জীবিত পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। খবর রয়টার্সের।
চলমান প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পর্যটন নগরী সিমলা। ভূমিধসে গুড়িয়ে গেছে সেখানকার জনপ্রিয় শিব মন্দির। এখন পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ১৪ জনের মরদেহ। রাজ্য মুখ্যমন্ত্রীর দাবি, ১০ হাজার ৭০০ ঘরবাড়ি-স্থাপনা ভেঙ্গে পরেছে। এখনও বন্ধ হিমাচলের অন্তত ৮০০ রাস্তা। সরকার বলছে, অন্তত ১০ হাজার কোটি রূপির ক্ষতিসাধন হয়েছে। যা সংস্কারে প্রয়োজন এক বছর।
গত দেড় মাস ধরে টানা বৃষ্টি আর বন্যায় নাকাল হিমাচল প্রদেশ। চলতি বর্ষা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগে তিনশ’র কাছাকাছি মানুষের মৃত্যু দেখেছে এই প্রদেশ।
/এএম
Leave a reply