কলম্বিয়ায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

|

কলম্বিয়ায় ভূমিকম্পের কারণে বাইরে দাঁড়ানো স্থানীয় জনগণ। ছবি: রয়টার্স

৬ দশমিক ৩ মাত্রার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠলো লাতিন দেশ কলম্বিয়া। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। খবর রয়টার্স।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ‘ইউএসজিএস’ জানিয়েছে, কুমারাল শহরের ১০ মাইল উত্তরে হয় ভূমিকম্পের উৎপত্তি। ভূভাগ থেকে ১৬ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল। স্থানীয় সময় দুপুর ২টা নাগাদ জোরালো কম্পন টের পেয়ে রাস্তায় বেরিয়ে আসেন আতঙ্কিত মানুষজন। এমনকি হাসপাতাল থেকেও রোগীদের স্ট্রেচারে বের করে আনা হয়।

মেয়র ক্লডিয়া লোপেজ সোশ্যাল মিডিয়া ‘এক্স’এ জানান, কলম্বিয়ার রাজধানীর দক্ষিণ-পূর্বে ভূমিকম্পের সময় জানালা থেকে পড়ে মারা যায় এক নারী। এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি।

কয়েক মিনিটের ব্যবধানে অনুভূত হয় আরও দুটি আফটারশক বা অনুকম্প। যার মাত্রা ছিলো ৫ দশমিক ৭ এবং ৪ দশমিক ৮। অবশ্য বড় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply