কানাডায় দাবানল: সরিয়ে নেয়া হচ্ছে সেখানকার বাসিন্দাদের

|

কানাডায় ভয়াবহ দাবানল। ছবি: রয়টার্স

কানাডার উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে সরিয়ে নেয়া হচ্ছে সেখানকার বাসিন্দাদের। কানাডার ‘ইয়েলোনাইফ’ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

এর মধ্যে ইয়েলোনাইফ শহর থেকে সরে যেতে বলা হয়েছে সেখানকার প্রায় ২০ হাজার বাসিন্দাকে। ঘোষণার পর গাড়ি এবং বিমানে করে এলাকা ছাড়ছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১৭ আগস্ট) যারা ফ্লাইটের বোর্ডের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছিলেন, এক দিন পর তাদেরকে আবার চেষ্টা করতে বলেছে কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে বিমান ভাড়া বৃদ্ধি করা নিয়েও সমালোচনার শিকার হচ্ছে দেশটির প্রধান দুটি এয়ারলাইনস।

কর্তৃপক্ষ জানায়, শহরের মুল কেন্দ্র থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে রয়েছে দাবানল। আটকে পড়াদের উদ্ধারে সহযোগিতা করছে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। প্রায় আড়াইশ দাবানলে বিপর্যস্ত কানাডার উত্তর-পশ্চিমাঞ্চল।

গত কয়েক মাস ধরেই দাবানলে বিপর্যস্ত কানাডা। যার মাঝে উত্তর-পশ্চিমাঞ্চলেই ২৩০টি জায়গায় আগুন সক্রিয়। জলবায়ু পরিবর্তনের দরুণ গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে বেড়েছে দাবানলের ঝুঁকি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply