সারা দেশে মুক্তি পেয়েছে দুই সিনেমা

|

‘১৯৭১: সেই সব দিন’ সিনেমার একটি গানের দৃশ্যে আব্দুন নূর সজল ও সানজিদা প্রীতি। ছবি: ফেসবুক

এ সপ্তাহে দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুটি সিনেমা। ছবি দুটি হলো সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধ বিষয়ক ‘১৯৭১: সেই সব দিন’ এবং শিশুতোষ সিনেমা ‘আম-কাঁঠালের ছুটি’।

শুক্রবার (১৮ আগস্ট) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেই সব দিন’ এবং মোহাম্মদ নূরুজ্জামানের ‘আম-কাঁঠালের ছুটি’। গত সপ্তাহেও মুক্তি পেয়েছিল দুটি সিনেমা– ‘মাইক’ ও ‘গোয়িং হোম’। ঈদের ব্লকবাস্টার ছবি ‘সুড়ঙ্গ’ ও ‘প্রিয়তমা’র আলোচনার মধ্যেই মুক্তি পেয়েছিল সিনেমা দুটি। কিন্তু ছবি দুটি আলোচনা সৃষ্টি করতে না পারলেও এ সপ্তাহে মুক্তিপ্রাপ্ত দুই সিনেমা নিয়ে আশাবাদী সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা।

ড. ইনামুল হকের গল্প ভাবনায় তার কন্যা হৃদি হক নির্মাণ করেছেন ‘১৯৭১: সেই সব দিন’। সরকারি অনুদানে নির্মিত এ মুক্তিযুদ্ধের সিনেমা দিয়ে বড় পর্দার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন হৃদি হক। অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, আব্দুন নূর সজল, সানজিদা প্রীতি, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সাজু খাদেম প্রমুখ। সারা দেশের ১০টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। চলচ্চিত্র জগতে নতুন এক মাত্রা যোগ করবে ‘১৯৭১: সেই সব দিন’, ট্রেলার দেখে অনেকেরই সেই আশাবাদ।

শরীফ উদ্দিন সবুজের ছোটগল্প অবলম্বনে মোহাম্মদ নূরুজ্জামান বানিয়েছেন ‘আম-কাঁঠালের ছুটি’। চলতি বছরে এখন পর্যন্ত মুক্তি পেয়েছে দুটি শিশুতোষ চলচ্চিত্র– ‘‌অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ও ‘মাইক’। আজ মুক্তি পেলো আরেকটি শিশুতোষ চলচ্চিত্র ‘আম-কাঁঠালের ছুটি’। প্রযোজনা, পরিচালনা, চিত্রনাট্য রচনার পাশাপাশি সাউন্ড ডিজাইনও করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। সিনেমায় বাঁশি বাজিয়েছেন চৈতন্য রাজবংশী। অভিনয়ে রয়েছেন লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা, তানজিল, ফাতেমা প্রমুখ। রাশিয়ার চেবাক্সারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড অর্জন করে চলচ্চিত্রটি। এই নির্মাতারও প্রথম সিনেমা এটি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply