শুরু হয়ে গেছে ওয়ানডে বিশ্বকাপের কাউন্টডাউন। ২০১৯ সালের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ৫ অক্টোবর শুরু হবে টুর্নামেন্ট। ভারতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের এখনও ২ মাসের মতো বাকি থাকলেও অনেক আগেই শুরু হয়ে গেছে ভবিষ্যদ্বাণী।
কোন দলের শিরোপা জেতার সম্ভাবনা বেশি, কারা খেলবে সেমিফাইনাল সেগুলো নিয়ে এরই মধ্যে নিজেদের মতামত জানিয়েছেন ক্রিস গেইল, গ্লেন ম্যাকগ্রা ও বীরেন্দর সেওয়াগের মতো সাবেক তারকা ক্রিকেটাররা। এবার সেই দলে যোগ দিলেন ওয়ানডের অন্যতম সেরা ব্যাটার ও দ্রততম সেঞ্চুরিয়ান এবি ডি ভিলিয়ার্স।
ডি ভিলিয়ার্সের ধারণা, পাকিস্তান বা গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড কেউই সেমিফাইনালে যাবে না। ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ নামে খ্যাত এই সাবেক ক্রিকেটার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করেন নিজের ইউটিউব চ্যানেলের এক প্রশ্নোত্তর ভিডিওতে। সবার মতো এবি ডি ভিলিয়ার্সও মনে করেন ভারত নিশ্চিতভাবে সেমিফাইনালে খেলবে। বাকি তিন দল হিসেবে তিনি বেছে নিয়েছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিজের দেশ দক্ষিণ আফ্রিকা।
এবি ডি ভিলিয়ার্স বলেন, অবশ্যই ভারত। আমি মনে করি তারা আবার জিততে পারবে (বিশ্বকাপ)। এটা রূপকথার বিশ্বকাপ হতে যাচ্ছে। ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে রাখতেই হচ্ছে। তারপর আমি চাই- দক্ষিণ আফ্রিকা। যদিও পাকিস্তানেরও খুব ভালো সুযোগ রয়েছে। তবে চতুর্থ দল হবে দক্ষিণ আফ্রিকা।
ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পাশাপাশি দক্ষিণ আফ্রিকাকেও সেমিফাইনালিস্ট হিসেবে দেখছেন মিস্টার ৩৬০ ডিগ্রি। এই ভবিষ্যদ্বাণী ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন ডি ভিলিয়ার্স নিজেই। তিনি বলেন, উপমহাদেশের বাইরের তিনটা সেমিফাইনালে রাখাটা ঝুঁকিপূর্ণ। তারপরও নিজের অনুমানে আমি অটল, কারণ বিশ্বকাপ ভালো উইকেটে খেলা হবে। আমার মনে হয় না বিশ্বকাপে খারাপ উইকেট থাকবে।
শুধু সেমিফাইনাল-ই নয়। এই সাবেক প্রোটিয়া অধিনায়ক ভবিষ্যদ্বাণী করেছেন বিশ্বকাপের ফাইনালিস্ট নিয়েও। তিনি বলেন, ইংল্যান্ড এবং ভারত ফাইনালে যাবে। যদি তারা ফাইনালে এই দুই দল মুখোমুখি হয়, আমি মনে করি এটি দুর্দান্ত হবে, যদিও আমি সত্যিই চাই আমার দক্ষিণ আফ্রিকান ছেলেরা সেখানে থাকুক।
আগামী ৫ অক্টোবর শুরু হয়ে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে ডি ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী কতটুকু সফল হবে তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত।
/আরআইএম
Leave a reply