ফ্যাসিবাদ কাকে বলে তার জ্বলন্ত প্রমাণ বিএনপি। তারা এদেশে গণতন্ত্র ধ্বংস করে লুটপাট ও দুর্নীতি করেছে, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (১৮ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’তে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।
এ সময় ওবায়দুল কাদের বলেন, ফ্যাসিবাদ বিএনপির পুরো আমলকে ফুটিয়ে তুলেছে। তারা ক্ষমতায় থাকাকালে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিলো। সেখান থেকে দেশকে বিশৃঙ্খলামুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতার ১৫ বছরে স্বল্পোন্নত বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে। তাই শেখ হাসিনার অর্জন এখন সারা বিশ্বের মুখে মুখে। যতোদিন বাংলাদেশ থাকবে ততোদিন বঙ্গবন্ধু স্বাধীনতার নায়ক হিসেবে টিকে থাকবেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তারা এখন দুর্নীতির কথা বলে। খাদে পড়ে মরণ যন্ত্রণায় ছটফট করে। এরা কী খাদ থেকে উঠতে পারবে?
/এসএইচ
Leave a reply