কব্জির ইনজুরির কারণে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মিডল অর্ডার ব্যাটার স্টিভেন স্মিথ ও পেসার মিচেল স্টার্ক। স্মিথের বদলি হিসেবে অজিদের ওয়ানডে দলে ডাকা হয়েছে মারনাস লাবুশেনকে এবং টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন অ্যাস্টন টার্নার।
স্মিথের বাঁ হাতের কবজির চোটটি কবে পাওয়া, সেটি ঠিক নিশ্চিত নয়। তার যে চোট আছে, সেটি প্রকাশ করা হয়েছে আজই। তবে বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকবেন স্মিথ। মূলত তাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চায় না অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে পেসার স্টার্কের চোট কুঁচকিতে। ইংল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর অ্যাশেজের ৫টি ম্যাচের মধ্যে ৪টিতেই খেলেছিলেন তিনি। সে সফরের শেষ দিকে কাঁধে চোট পেয়েছিলেন, যদিও এবার বাইরে থাকতে হচ্ছে ওই কুঁচকির চোটের কারণে। তার চোট সুযোগ করে দিচ্ছেন স্পেন্সার জনসনকে। টি-টোয়েন্টি খেলেই যাঁর ফিরে আসার কথা ছিল।
স্মিথের মতো তিনিও দলে ফিরবেন ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাধ্যমে। এছাড়াও শঙ্কা রয়েছে প্রোটিয়াসদের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়ক প্যাট কামিন্সের খেলা নিয়েও। তাইতো এই সফরে অজিদের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে মিচেল মার্শকে। এছাড়াও এই সফরে বিশ্রাম দেয়া হয়েছে জশ হ্যাজেলউড, ক্যামেরুন গ্রিন এবং ডেভিড ওয়ার্নারকে।
এছাড়াও সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের হার্ডহিটার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের নাম থাকলেও পারিবারিক কারণে ওয়ানডে সিরিজে থাকবেন না তিনি।
/আরআইএম
Leave a reply