পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের পরই তাইওয়ানের সামরিক মহড়া

|

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের পরই বিশাল পরিসরে সামরিক মহড়া করলো তাইওয়ান। শুক্রবার (১৮ আগস্ট) নজরকাড়া ওই মহড়ার ভিডিও প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

ভিডিওতে দেখা যায়, স্থল, নৌ ও আকাশপথে চোখ ধাঁধানো অনুশীলন করছে সেনারা। ভারী ট্যাংক, যুদ্ধ জাহাজ এবং যুদ্ধবিমান নিয়ে প্রদর্শন করে নিজেদের শক্তিমত্তা, ঝালিয়ে নেয় রণকৌশল। সার্বভৌমত্ব ও আঞ্চলিক শান্তি বজায় রাখতে সেনারা বদ্ধপরিকর- দাবি তাইপে’র।

মূলত, চীনকে নিজেদের শক্তিশালী অবস্থানের জানান দিতেই এ মহড়া করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাইওয়ানের এ মহড়ার প্রেক্ষতে এখনও কোনো সামরিক তৎপরতা প্রদর্শন করেনি শি জিনপিং প্রশাসন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply