চরম শিক্ষক সংকটে দহগ্রামের একমাত্র সরকারি স্কুল

|

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের দহগ্রাম ইউনিয়নের একমাত্র সরকারি স্কুলে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। প্রধান শিক্ষকসহ মাত্র ৫ জন শিক্ষক দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে স্কুলটির শিক্ষা কার্যক্রম। ব্যাহত হচ্ছে পাঠদান। এতে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস কর্তৃপক্ষের।

পাটগ্রাম উপজেলায় বসবসারত পরিবারের সন্তানদের শিক্ষা অর্জনের একমাত্র ভরসা দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়। যেখানে লেখাপড়া করে অন্তত আড়াইশ শিক্ষার্থী। প্রাচীন এ বিদ্যাপিঠে শিক্ষক সংকট চরমে। ২৫ জন শিক্ষকের পদ থাকলেও এসব পদের ২০টিই এখন খালি। শুধু শিক্ষক সংকটই নয়, স্কুলটিতে আছে কর্মচারী সংকটও।

দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীনেশ চন্দ্র রায় এ প্রসঙ্গে বলেন, আমাদের এখানে শিক্ষক আমিসহ মাত্র ৫ জন। মাত্র ৫ জন শিক্ষক দিয়ে বর্তমান কারিকুলাম বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব না।

বিষয় ভিত্তিক শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান। অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে এসএসসি পরীক্ষায় পাশের হার কমেছে অনেক। ফলে, লেখাপড়ার মান নিয়ে হতাশ শিক্ষার্থী-অভিভাবকরা। এমনকি দুশ্চিন্তায় আছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও।

এদিকে, শিক্ষক সংকটের কথা জানেন শিক্ষা অফিসারও। দ্রুততম সময়ে স্কুলটিতে শিক্ষক পদায়নের আশ্বাস দিলেন তিনি।

লালমিনরহাট জেলা শিক্ষা অফিসার আব্দুল বারী বলেন, এই স্কুলে শিক্ষক সংকট খুবই চরম। মাত্র ৪-৫ জন শিক্ষক দিয়ে ৭০০ শিক্ষার্থীর পাঠদান অসম্ভব একটি ব্যাপার। সচিব মহোদয় যেহেতু নোট করে নিয়েছেন, আশা করছি খুব শীঘ্রই শিক্ষক সংকট দূর হবে।

উল্লেখ্য, ১৯৭৫ সালে স্থাপিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি জাতীয়করণ হয় ২০১৩ সালে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply